শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৯:১০ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যার মামলার মূল আসামি গ্রেপ্তার 

হ্যাপি আক্তার: [২] গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যকে কুপিয়ে হত্যা মামলার মূল আসামিকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  ডিবিসি নিউজ

[৩]  হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পর শনিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে সদর থানায় নিহতের বড় বোন মমতাজ বেগম বাদী হয়ে মামলা করেন। মলায় প্রধান আসামি করা হয় লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর মাগুরাকুটি গ্রামের হায়দার মিয়ার ছেলে আরিফ মিয়াকে (৩৮)। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে।

[৪] ১১ নভেম্বর লক্ষ্মীপুরের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ইউপি সদস্য নির্বাচিত হন আব্দুর রউফ মাস্টার (৪৫) । তিনি স্থানীয় বিএনপির সক্রিয় নেতা ছিলেন।

[৫]  আব্দুর রউফের বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুড়াকুটি গ্রামে। তার বাবার নাম ফজলুল হক। রউফ স্থানীয় লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

[৬] এর আগে, পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, শুক্রবার রাতে রউফ লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আনুমানিক ১০টার দিকে বামনীপাড়া এলাকায় প্রতিবেশী আরিফুর রহমান (৩৪) তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রউফকে জেলা সদর হাসপাতালে নেওয়ার থেকে রউফের মৃত্যু হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

[৭] এ তথ্য ছড়িয়ে পড়লে এলাকাবাসী উত্তেজিত হয়ে আরিফুরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়