শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৯:১০ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যার মামলার মূল আসামি গ্রেপ্তার 

হ্যাপি আক্তার: [২] গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যকে কুপিয়ে হত্যা মামলার মূল আসামিকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  ডিবিসি নিউজ

[৩]  হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পর শনিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে সদর থানায় নিহতের বড় বোন মমতাজ বেগম বাদী হয়ে মামলা করেন। মলায় প্রধান আসামি করা হয় লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর মাগুরাকুটি গ্রামের হায়দার মিয়ার ছেলে আরিফ মিয়াকে (৩৮)। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে।

[৪] ১১ নভেম্বর লক্ষ্মীপুরের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ইউপি সদস্য নির্বাচিত হন আব্দুর রউফ মাস্টার (৪৫) । তিনি স্থানীয় বিএনপির সক্রিয় নেতা ছিলেন।

[৫]  আব্দুর রউফের বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুড়াকুটি গ্রামে। তার বাবার নাম ফজলুল হক। রউফ স্থানীয় লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

[৬] এর আগে, পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, শুক্রবার রাতে রউফ লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আনুমানিক ১০টার দিকে বামনীপাড়া এলাকায় প্রতিবেশী আরিফুর রহমান (৩৪) তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রউফকে জেলা সদর হাসপাতালে নেওয়ার থেকে রউফের মৃত্যু হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

[৭] এ তথ্য ছড়িয়ে পড়লে এলাকাবাসী উত্তেজিত হয়ে আরিফুরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়