শিরোনাম
◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৯:১০ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যকে হত্যার মামলার মূল আসামি গ্রেপ্তার 

হ্যাপি আক্তার: [২] গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যকে কুপিয়ে হত্যা মামলার মূল আসামিকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  ডিবিসি নিউজ

[৩]  হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পর শনিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে সদর থানায় নিহতের বড় বোন মমতাজ বেগম বাদী হয়ে মামলা করেন। মলায় প্রধান আসামি করা হয় লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর মাগুরাকুটি গ্রামের হায়দার মিয়ার ছেলে আরিফ মিয়াকে (৩৮)। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে।

[৪] ১১ নভেম্বর লক্ষ্মীপুরের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ইউপি সদস্য নির্বাচিত হন আব্দুর রউফ মাস্টার (৪৫) । তিনি স্থানীয় বিএনপির সক্রিয় নেতা ছিলেন।

[৫]  আব্দুর রউফের বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুড়াকুটি গ্রামে। তার বাবার নাম ফজলুল হক। রউফ স্থানীয় লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

[৬] এর আগে, পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, শুক্রবার রাতে রউফ লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আনুমানিক ১০টার দিকে বামনীপাড়া এলাকায় প্রতিবেশী আরিফুর রহমান (৩৪) তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রউফকে জেলা সদর হাসপাতালে নেওয়ার থেকে রউফের মৃত্যু হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

[৭] এ তথ্য ছড়িয়ে পড়লে এলাকাবাসী উত্তেজিত হয়ে আরিফুরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়