শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে প্রতিদিন বিক্রি হয় ১৫ লাখ ইয়াবা, আসক্তদের ৯০ শতাংশ কিশোর-তরুণ

কালের কণ্ঠ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকাভিত্তিক প্রায় সাড়ে তিন হাজার মাদক কারবারিকে গ্রেপ্তারের চেষ্টা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের বেশির ভাগ ইয়াবা কারবারে যুক্ত। নানা কৌশলে তারা রাজধানী ও রাজধানীর উপকণ্ঠে সক্রিয় রয়েছে। তাদের নিয়ন্ত্রণে প্রতিদিন রাজধানীতে বিক্রি হয় ১৫ লাখ ইয়াবা।

সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রতিবেদন জরিপে বলা হয়েছে, এই মাদক কারবারিদের গ্রেপ্তার করা না গেলে ভবিষ্যতে তাদের সহযোগী আরো বাড়বে। দেশে বর্তমানে প্রায় ৩০ ধরনের মাদকের মধ্যে বেশি সেবন করা হয় ইয়াবা। সূত্র মতে, দেশে প্রতিদিন প্রায় ৭০ লাখ ইয়াবা বিক্রি হয়। এর মধ্যে রাজধানীতে বিক্রি হয় অন্তত ১৫ লাখ। প্রতিটি ইয়াবার দাম ৩০০ টাকা হলে ৭০ লাখ ইয়াবার মূল্য দাঁড়ায় ২১০ কোটি টাকা।

রাজধানীতে সর্বাধিক ইয়াবা বিক্রি করে মোহাম্মদপুর ও মিরপুরের জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক কারবারিরা। এর বাইরে সবুজবাগের বাসাবো এলাকা, খিলগাঁও, কমলাপুর, যাত্রাবাড়ী, তেজগাঁও ও বিমানবন্দর রেলওয়ে বস্তিসহ পুরান ঢাকার আরো কয়েকটি এলাকায়। সম্প্রতি সরেজমিনে এসব এলাকা ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে।

সরেজমিনে মোহাম্মদপুরের গজনবী রোড, বাবর রোড, শাহজাহান রোড, হুমায়ুন রোডে গিয়ে দেখা গেছে, চারটি রোডেই রয়েছে পুলিশের তল্লাশিচৌকি। মাঝখানের ক্যাম্পে দিনরাত চলছে মাদক বেচাকেনা। খোঁজ নিয়ে জানা গেছে, অন্তত ২০ জনের নিয়ন্ত্রণে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে চলে মাদক কারবার। আর তেজগাঁও রেল বস্তি, বনানীর কড়াইল বস্তি, সবুজবাগের ওহাব কলোনি, কামরাঙ্গীর চর, মতিঝিলের এজিবি কলোনিতে মাদক বাণিজ্য চলে অর্ধশতাধিক মাদক কারবারির নিয়ন্ত্রণে।

সম্প্রতি পল্লবী বিহারি ক্যাম্প এলাকায় বেশ কয়েকজন মাদক কারবারির সঙ্গে কথা হয়। তাদের একজন কামরান। তিনি জানান, রাজধানীর বিহারি ক্যাম্পগুলোয় অন্তত ১৫টি গ্রুপ রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে মাদক কারবারিদের। স্থানীয় ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক নেতা এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু সদস্যও তাদের মাদক কারবারে সহযোগিতা করেন। কামরান আরো জানান, মাদক নিয়ন্ত্রণে সরকারের এত পদক্ষেপ ভেস্তে যায় মূলত প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির কারণে।

রাজধানীর বিভিন্ন ক্যাম্পে থাকা অবাঙালিদের নিয়ে কাজ করে স্টান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপাট্রিয়েশনস (এসপিজিআরসি)। সংগঠনটির নেতারা জানান, পুরো দেশে ৭০টি ক্যাম্পেই কম-বেশি মাদকের প্রভাব রয়েছে। এক ক্যাম্পের মাদক কারবারিদের সঙ্গে অন্য ক্যাম্পের মাদক কারবারিদের নিয়মিত যোগাযোগ রয়েছে। এভাবে মাদক ছড়িয়ে পড়ে এক এলাকা থেকে অন্য এলাকায়।

এসপিজিআরসির সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন, ‘ক্যাম্পে বসবাসকারীরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাদের অনেকে লেখাপড়া জানে না। কেউ পড়ালেখা করলেও কর্মসংস্থানের তেমন সুযোগ নই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়