এ এইচ সবুজ: [২] গাজীপুরের কাপাসিয়ায় ১১ ইউপি'র ৮টিতে নৌকা প্রার্থী জয়লাভ করেছে। অপর তিন ইউপিতে জয় পেয়েছে নৌকার বিদ্রোহী প্রার্থী।
[৩] বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে কাপাসিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার এর ফলাফল নিশ্চিত করেন।
[৪] নির্বাচিতরা হলেন: কাপাসিয়ার সদরে মো. সাখাওয়াত হোসেন প্রধান (আ. লীগ), সিংহশ্রীতে মো. আনোয়ার পারভেজ খোকন (আ. লীগ), রায়েদে মো. শফিকুল হাকিম মোল্লা হীরণ (আ. লীগ), টোকে এম এ জলিল (আ. লীগ), বারিষাবতে এস এম আতাউজ্জামান বাবলু (বিদ্রোহী), ঘাগটিয়ায় হারুন-অর-রশিদ (হিরণ মোল্লা) (আ. লীগ), সনমানিয়ায় আব্দুল মালেক ভূঁইয়া (আ. লীগ),কড়িহাতায় মাহবুবুল আলম মোড়ল (আ. লীগ), তরগাওয়ে আয়ুবুর রহমান সিকদার (আ. লীগ), চাঁদপুরে ইকবাল মাহমুদ খান (বিদ্রোহী) এবং দূর্গা পুরে এম এ ওয়াহাব খান খোকা (বিদ্রোহী)।