সালেহ্ বিপ্লব: গত মে মাসে মিয়ানমার ত্যাগ করার চেষ্টাকালে মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে গ্রেফতার করা হয়। তার আইনজীবী থান জাও বলেন, আনীত অভিযোগের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। এএফপি
[৩] আগামী ১৬ নভেম্বর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। সিএনএন
[৪] ৩৭ বছর বয়সী ফেনস্টার (৩৭) ফ্রন্টিয়ার মিয়ানমারে এক বছর ধরে কাজ করছিলেন। পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য দেশে যেতে চাইলে তাকে বাধা দিয়ে আটক করা হয়। আল জাজিরা
[৫] তার বিরুদ্ধে ক্ষমতা দখলকারী সামরিক জান্তার অভিযোগ, তিনি সরকারবিরোধীদের সহায়তা করেছেন। বেআইনি সংগঠনে জড়িত হওয়া এবং অভিবাসন আইন লংঘনেরও অভিযোগ আনা হয়েছে। বাসস
[৬] ড্যানি ফেনস্টার এখন ইয়াংগুনের ইনসেইন কারাগারে।