শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০১:১৫ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ভোটকেন্দ্রে পুলিশের গাড়ি ভাঙচুর, টিয়ারশেল নিক্ষেপে আহত ৫

নিউজ ডেস্ক: যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে মাড়ুয়া স্কুলকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুগান্তর

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জগদীশপুর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমান খান কেন্দ্রে আসার পর তার সমর্থকরা হট্টগোল শুরু করেন।

এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। ইটের আঘাতে ৪/৫ জন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের একটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে স্টাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছুটে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। গাড়ি ভাংচুরের অভিযোগে কেন্দ্র থেকে পুলিশ জিয়া ও মামুন হোসেন নামে দুই আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে। এই পরিস্থিতিতে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

মাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওহিদুল ইসলাম জানান, সংঘর্ষের পর ভোটগ্রহণ বন্ধ করা হয়।

ঘটনাস্থলে থাকা চৌগাছা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কাফি বিন কবীর বলেন, হামলায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরে ভোটগ্রহণ শুরুর পদক্ষেপ নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়