খালিদ আহমেদ: [২] পবিত্র দুই মসজিদ মক্কা ও মদিনার খেদমতে নিয়োজিত কর্তৃপক্ষ বাংলাসহ মোট ৭টি আন্তর্জাতিক ভাষায় এ সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এ প্রজেক্ট শুরু হয়েছে। রিয়াদ ডেইলি
[৩] সৌদি কর্তৃপক্ষ বলছে ‘আমরা এখন আপনাকে আপনার ভাষাতেই নির্দেশনা দিতে চাইছি’।
[৪] যে ৭টি ভাষায় মক্কা ও মদীনা কর্তৃপক্ষ ওমরাহ পালনকারীদের শরীয়তের বিধান সম্পর্কে নির্দেশনা দিবে তা হলো- বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, ফরাসি, তুর্কি ও হাউসা।
[৫] চলতি আরবি বছরের প্রথম তিন মাসে (মহররম, সফর ও রবিউল আউয়াল) ২৩ হাজার ১৩৫ জন পরীক্ষামূলকভাবে সেবাটি পেয়েছেন।
[৬] তারা নির্দিষ্ট ভাষাগোষ্ঠীর জন্য আলাদা আলাদা অনুবাদক ঠিক করেছে। এ সার্ভিসকে তারও বিস্তৃত করার সমন্বিত পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সৌদি সরকার। ওমরাহ পালনকারীদের যেকোনো জিজ্ঞাসার জবাবও তারা নিজ ভাষাতেই দেয়ার ব্যবস্থা করেছেন।
[৭] পুণ্যার্থীরা নিজ নিজ ভাষায় যেকোনো বিষয় জানতে বা বুঝতে পারবেন অনুবাদকের মাধ্যমে।
[৮] এ কার্যক্রম পরিচালনা করা হবে সরাসরি, নির্দেশক রোবট, ভিডিও প্রদর্শনী এবং ফ্রি মোবাইল ফোন সেবার মাধ্যমে।
[৯] করোনার কারণে প্রায় দেড় বছর বিদেশিদের জন্য ওমরাহ, হজ তথা মক্কা-মদিনার তওয়াফ বন্ধ ছিল। ৩ মাস আগে অর্থাৎ গত ৯ই আগস্ট থেকে টিকা গ্রহণকারী বিদেশি নাগরিকদের জন্য ওমরাহ করার সুযোগ উন্মুক্ত করেছে সৌদি সরকার।