শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্ণিমা চাকমার ‘রহস্যজনক’ মৃত্যু: আদালতে হত্যা মামলা দায়ের

রাঙ্গামাটি প্রতিনিধি : [২] পার্বত্য জেলা রাঙ্গামাটিতে কলেজছাত্রী পূর্ণিমা চাকমার ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) পূর্ণিমা চাকমার মামাতো ভাই পলাশ চাকমা বাদী হয়ে রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ইয়াসমিন’র আদালতে মামলাটি দায়ের করেন ।

[৩] মামলায় পূর্ণিমা চাকমার গৃহকর্তী নিকেতা দেওয়ান (৩৫), মল্লিকা দেওয়ান (৫৫) এবং অঞ্জলি চাকমা (৫৫) প্রকাশ গান্ধীর নাম উল্লেখকরে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪/৫০৬ ধারায় সংঘবদ্ধ হত্যার অভিযোগ আনা হয়েছে।

[৪] মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিবরণ চাকমা জানান, ‘পূর্ণিমা চাকমার মামাতো ভাই আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালী থানার ওসি নির্দেশ প্রদান করেছেন।’

[৫] এদিকে, এ প্রসঙ্গে জানতে রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি মো. কবির হোসনের মোবাইলে একাধিবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

[৬] পূর্ণিমা চাকমার মামাতো ভাই পলাশ চাকমা জানান, ‘বোনকে হত্যার পর থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করেনি। তাই বোন হত্যার বিচারের জন্য আদালতে মামলা দায়ের করেছি।’

[৭] প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর দুপুরে কলেজছাত্রী পূর্ণিমা চাকমাকে অচেতন অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৮] এসময় পূর্ণিমার মৃত্যুর ঘটনা শুনে উধাও হয়ে যান হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিরা। পরে ৩০ অক্টোবর তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। কলেজছাত্রী পূর্ণিমা চাকমা জেলার জুরাছড়ি উপজেলার ৪ নম্বর দুর্গম দুমদুম্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বগাখালী এলাকার জুমিয়া সাধন চাকমার মেয়ে। সে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পড়ালেখার সুবাধে জেলা শহরের রাজবাড়ী এলাকার মল্লিকা দেওয়ানের বাসায় থাকতো। পূর্ণিমাকে মল্লিকা দেওয়ানের বাসায় রাখার ব্যবস্থা করেন দেন জুরাছড়ি উপজেলার বাসিন্দা অঞ্জলী চাকমা (গান্ধী)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়