স্পোর্টস ডেস্ক: [২] চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড।
[৩] ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান ছিল নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশামেরও। ইনিংসের ষোলতম ওভারে নিশাম যখন ব্যাট হাতে ক্রিজে নামেন তখনও দলের প্রয়োজন ২৯ বলে ৬০ রান। এমতাবস্থায় দলের ত্রাণকর্তা হিসেবে হাজির হোন তিনি।
[৪] ইনিংসের ১৭তম ওভার করতে আসা ক্রিস জর্ডানের ওভারে ১৯ রান তুলে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরান তিনি। তবে, ইনিংসটা লম্বা করতে পারেননি নিশাম। ১১ বলে ঝড়ো ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
[৫] ম্যাচ শেষে কোন বিশেষ উল্লাস করতে দেখা যায়নি নিশামকে। উল্টো প্রতিক্রিয়াহীন ভাবে তার ডাগ আউটে বসে থাকার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে। সেই ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে নিশাম লিখেছেন, কাজ শেষ? নাহ, আমার তো তা মনে হয় না। ক্রিকবাজ/টুইটার