শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন চলছে

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ প্রতিনিধি: প্রশাসনের কঠোর নজরদারীর মধ্যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৭টি কেন্দ্রে শান্তিপুনভাবে ভোট গ্রহণ চলছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হবে বিকেল ৪টায়। ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৬২জন প্রার্থী, সদস্য পদে ৪০৩ জন ও সংরক্ষিত মহিলা পদে প্রতিদ্বন্দিতা করছেন ১২৮জন প্রার্থী। ১৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা মোট ১ লাখ ৭৬ হাজার ৮০১জন। ভোট কেন্দ্রগুলো সরোজমিন পরিদশনকালে দেখা যায় নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ারমত। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি দেখা গেছে অনেক বেশী। সারিবদ্ধভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন নারী ভোটাররা।

উল্লেখ থাকে যে , গোপালগঞ্জ ১ আসনের এমপি লে: কর্নেল (অব:) ফারুক খানের নির্বাচনী আসন কাশিয়ানীর ৭টি ইউনিয়নে সরকার দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করলেও গোপালগঞ্জ ২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিমের নির্বাচনী আসনের মধ্যে কাশিয়ানীল ৭টি ইউপি নির্বাচন হচ্ছে উন্মুক্ত।

সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীরা হলেন, কাশিয়ানী সদর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মসিউর রহমান খান, মহেশপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মোঃ লুৎফর রহমান মিয়া , পারুলিয়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মকিবুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মাসুদ রানা, সাজাইল ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, রাতইল ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান বি এম হারুন আর রশিদ পিনু, রাজপাট ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মিল্টন মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়