ভূঁইয়া আশিক: [২] এই শিক্ষাবিদ আরও বলেন, গণমানুষের জীবন এখন দুর্বিষহ। সব নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে। কিন্তু সমান্তরালে মানুষের আয় বাড়েনি। বেশি দামে পণ্য কিনতে গিয়ে অনেকেই কিনতে পারছেন না। কেউ কেউ সামান্য কিনছেন। অনেকেই কষ্ট করে কিনছেন। কিন্তু তার আয় কমে গেছে।
[৩] দেশে মাথাপিছু আয় ২৫৫৪ ডলার বলা গরিব মানুষের সঙ্গে প্রহসন। কিছু বিত্তবান মানুষের আয় গড় করে যে মাথাপিছু আয় দেওয়া হয়, তা গ্রহণ করা হলেও আমার কাছে তা গ্রহণযোগ্য নয়।
[৪] মাথাপিছু আয়ের হিসাব একটি বড় শুভঙ্করের ফাঁকি। বাসের ভাড়ায় সরকার বাসমালিক সমিতির সঙ্গে পাতানো খেলায় বাসভাড়া বাড়িয়ে গণমানুষকে জিম্মি করে রাখলো।
[৫] আওয়ামী লীগ সরকার জনগণকে উন্নত জীবন দিয়েছে, এই কথার সঙ্গে সবিনয় দ্বিমত পোষণ করছি।
[৬] সরকার সবকিছুতে সফল হোক চাই। সরকার সফল হলে জনজীবনে স্বস্তি থাকবে। কিন্তু সেই স্বস্তি যখন থাকে না, তখন সরকার ব্যর্থ হয়ে যায়।