শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলালিংকের বিরুদ্ধে জেমস ও মাইলসের মামলা, সমন জারি

জেরিন আহমেদ: [২] বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলাটি আদালত গ্রহণ করে সমন জারি করেছেন। একইসঙ্গে, বাংলালিংক কর্তৃপক্ষকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন। ডিবিসি টিভি

[৩] জেমসের দুখিনী দুঃখ করোনাসহ ৬টি এবং 'নীলা তুমি' এবং 'ফিরিয়ে দাও' নামে মাইলস ব্যান্ডের দু'টি গান অনুমতি ছাড়াই ১৪ বছর ধরে ওয়েলকামটিউন হিসেবে ব্যবহার করে আসছিলো বাংলালিংক। নগরবাউলের পক্ষ থেকে ফারুক মাহফুজ আনাম জেমস এবং মাইলস ব্যান্ডের পক্ষ থেকে বাদী হয়েছে শাফিন আহমেদ ও হামিন আহমেদ।

[৪] শুনানিতে জেমস ও মাইলসের আইনজীবী জানান, নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ মাইলস ব্যান্ডের এই দুটি গান কপিরাইট আইন লঙ্ঘন করে ১৪ বছর ধরে ব্যবহার করে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক। গান দুইটি সরিয়ে নেওয়ার জন্য তাদের মৌখিকভাবে বলা হয়। এরপর ২০১৭ সালের ৬ই আগস্ট গান দুইটি সরিয়ে নেওয়ার জন্য তাদের লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এছাড়া তিনটি মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের গান সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। এরপরও তারা তা সরিয়ে নেয়নি। চলতি বছরের ২১ অক্টোবর বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যাই। থানায় মামলা না নিলে আমরা আদালতে বিচারের জন্য এসেছি।

[৫] এর আগে, গেল ১৯ সেপ্টেম্বর মামলা করতে আদালতে গেলে বিচারককে এম ইমরুল কায়েশ তাদের গুলশান থানায় মামলা করার পরামর্শ দেন। সেদিন বিচারকের পরামর্শ নিয়ে আদালত ত্যাগ করেন জেমস। পরে থানায় মামলায় না নেয়ায় আদালতের শরণাপন্ন হলেন পপ তারকা জেমস, শাফিন ও হামিন আহমেদ। বাংলা নিউজ২৪.কম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়