স্পোর্টস ডেস্ক : [২] বর্তমান সময়ে বাবর আজম যে নাম্বার ওয়ান ব্যাটসম্যান তা আর বলার অপেক্ষা রাখে না। টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান অধিনায়ক বাবর আজম ব্যাটিংয়ে নামা মানেই যেন একটি ফিফটি। পাঁচ ম্যাচে তিনি ৬৬ ঘরে রান করেছেন ২৬৪। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাদে বাকি চারটি ম্যাচে করেছেন পঞ্চাশোর্ধ রান। পাক অধিনায়কের ইনিংস গুলো ৬৮*, ৯, ৫১, ৭০ ও ৬৬ রান।
[৩] রোববার স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, আমরা সবাই একটি ইউনিট হয়ে খেলেছি। আমাদের সবার ওপরে সবার আত্মবিশ্বাস ও আস্থা রয়েছে। পরিকল্পনা ছিল গ্রুপ চাম্পিয়ন হওয়া।
[৪] আমরা ঠিক মতো পাওয়ার-প্লে ব্যবহার করতে পারিনি। কিন্তু এরপর হাফিজ ভাই ও আমার মধ্যে পার্টনারশিপ গড়ে ওঠে। পরে শোয়েব ভাই যেভাবে শেষ করেন, তিনি তার অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছেন। - জিও নিউজ