রাশিদুল ইসলাম : [২] ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার নয়াদিল্লিতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তান নিয়ে নয়াদিল্লিতে আঞ্চলিক সম্মেলনে যোগ না দেওয়ার পাকিস্তানের এই আচরণ প্রমাণ করে দেশটি আফগানিস্তানকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। দি ওয়াল
[৩] আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে।
[৪] পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ বলেছেন, ভারত আফগানিস্তানে ‘ধ্বংসাত্মক তৎপরতা’ চালাচ্ছে, তার পক্ষে দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করায় ভূমিকা রাখা সম্ভব নয়।
[৪] ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে নয়াদিল্লিতে এ বৈঠকে রাশিয়া, ইরান, চীন, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে।