শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৮:০৯ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত ফারিয়ার ভিডিও প্রকাশ, অভিনেত্রী বললেন ‘শিগগির সমস্যা কাটিয়ে উঠবো’

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুই বাংলাতেও জমিয়ে কাজ করছেন বেশ। পাশাপাশি গানেও মনোযোগী এই অভিনেত্রী। এর আগে তার গাওয়া দু’টি গান প্রকাশিত হয়েছে। আর সেগুলো দর্শকমহলে সাড়াও ফেলেছিলো বেশ। এবার তারই ধারাবাহিকতায় ‘হাবিব’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই অভিনেত্রী। ডেইলি বাংলাদেশ

বাংলা গান হলেও ‘হাবিবি’-র মিউজিকে রাখা হয়েছে অ্যারাবিক ছোঁয়া। মিউজিক ভিডিওর সাজসজ্জাতেও সেই ছাপ রয়েছে। গানটি লিখেছেন নূর নবী। সুর-সংগীত করেছেন আদিব কবির। গানের ভিডিও নির্মাণ ও কোরিওগ্রাফি করেছেন ভারতের বাবা যাদব।

ব্যায়বহুল এই মিউজিক ভিডিওটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন নুসরাত ফারিয়া। অনলাইন, অফলাইনে গানটির প্রচার-প্রচারণায় দারুণ সরব ছিলেন তিনি। ডিজিটাল প্ল‌্যাটফর্মে মুক্তির পরপরই দারুণ সাড়াও মিলেছে। ইতোমধ্যেই লাখের বেশি দর্শক গানটি দেখেছেন। তবুও মন খারাপ নায়িকার।

ফারিয়ার ভাষ্য, টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে। এটা কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না। কারণ অনুসন্ধানে দু একটা মাধ্যমে কাজ করছি। ভারত থেকে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে বাংলাদেশে। এ জন্য কিছুটা মন খারাপ। দর্শকদের বলবো, সমস্যাটা নিশ্চয়ই সাময়িক। নিশ্চয়ই সমস্যাটি কাটিয়ে উঠবো তাড়াতাড়ি।

তিনি আরো জানান, এবার আমি আসলেই রক্ত পানি করা পরিশ্রম করেছি। আমার জীবনের এই তিন সপ্তাহ সবসময় মনে রাখব।

উল্লেখ্য, এর আগে নুসরাত ফারিয়ার কণ্ঠে দুটি গান প্রকাশিত হয়েছে। দুটি গানই ব্যাপক আলোচিত হয়েছে। ২০১৮ সালে প্রথম ‘পটাকা’ শিরোনামের একটি গান নিয়ে হাজির হন। ইউটিউবে সেই গানটির ভিউ রয়েছে প্রায় ১ কোটি। এরপর ২০২০ সালে আসে তার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’। এই গানের ভিউ সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।

‘হাবিব’ শিরোনামের গানটি:-

  • সর্বশেষ
  • জনপ্রিয়