রাশিদুল ইসলাম : [২] ২৫ বছরের চীনা নারী জোয়ানি ঝু সিডনিতে এ লটারি জেতার পর স্বপ্ন দেখছিলেন কি না বুঝতে পারছিলেন না। অস্ট্রেলিয়ায় মিলিয়ন ডলার ভ্যাক্স ক্যাম্পেইনের লটারি কিনেছিল ২.৪৭ মিলিয়ন মানুষ। ভাগ্য সুপ্রসন্ন হল জোয়ানির জন্যে। স্পুটনিক
[৩] জোয়ানি বলেন, বিশ্বাস হচ্ছে না সত্যিই ১ মিলিয়ন ডলার জিতে গেছি। স্কাইনিউজ
[৪] চীনা নববর্ষে পুরো পরিবার নিয়ে জোয়ানি বেড়াতে যাবেন, বাকি অর্থ বিনিয়োগ করবেন ভবিষ্যতের জন্যে।
[৫] গত অক্টোবরে কোভিড টিকাদান কর্মসূচি জোরদার করতে এ লটারি ছাড়া হয়। অস্ট্রেলিয়ায় এরপর টিকাদানের হার সাড়ে ৭৮ থেকে ৮৮.৩ শতাংশ বৃদ্ধি পায়।
[৬] লটারিতে ১০০টি ১,০০০ ডলারের পুরস্কার দেওয়া হয়েছে।