শিরোনাম
◈ রাতারাতি বদ‌লে গে‌লো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট ◈ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনা  ◈ দুটি ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক, বাড়ছে টানাপোড়েন ◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সিপিজের ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার থেকে ছেড়ে গেছে ১১টি পর্যটকবাহী বাস

আয়াছ রনি, কক্সবাজার প্রতিনিধি: [২] জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহণ ধর্মঘটের কারণে ভোগান্তিতে থাকা পর্যটকেরা ৭টি বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ছেড়েছে। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে (৭ নেভেম্বর) সকাল ১০ থেকে দুপুর ১টার মধ্যে এসব ছেড়ে গেছে। এতে ২৮৮ জন পর্যটক যাওয়ার সুযোগ হয়েছে।

[৩] কক্সবাজারের জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জেলা পুলিশের পক্ষ থেকে ভোগান্তিতে পড়া পর্যটকদের নিতে জেলা পুলিশ উদ্যোগ নেয়। কিন্তু গত শনিবার ৪টি ও আজ রোববার ৭টি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর এখন আর কোন পর্যটক আমাদের কাছে আসেনি।

[৪] কক্সবাজার ট্যুরিজম এসোসিয়েশন অব কক্সবাজার ‘টুয়াক’ সভাপতি আনোয়ার হোসেন জানান, শনিবার রাত ও রোববার সকালে নিজস্ব পরিবহণে ছোট যানবাহনে কক্সবাজার ছেড়েছে হাজারও পর্যটক। একারণে কোনো পর্যটক ভোগান্তিতে পড়েছে বলে মনে হয় না’।

[৫] গণপরিবহন বন্ধ থাকায় যে সব পর্যটক শুক্রবার রাতে কিংবা গত শনিবার চট্টগ্রাম ও ঢাকায় কিংবা নিজ গন্তব্যে ফিরে যাওয়ার কথা ছিল তাদের বিনা খরচে চট্টগ্রাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। রোববার দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার থেকে পর্যটক নিয়ে পুলিশের সাতটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। শনিবার রাতে ৪টি বাস পর্যটক নিয়ে কক্সবাজার ছেড়ে যায়। সেখান থেকে তারা ট্রেনে অন্যান্য স্থানে যেতে পারবেন।

[৬] এদিকে শনিবার পর্যন্ত কক্সবাজার বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে না গেলে রোববার সকাল থেকে কিছু কিছু ননএসি বাস কক্সবাজার ছাড়ছে। আবার অনেক পর্যটক অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেছেন। যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু অন্য সময়ের চেয়ে ভাড়া দুই-তিনগুণ হওয়ায় তারা কক্সবাজার ত্যাগ করতে পারছে না।

[৭] উল্লেখ্য, সপ্তাহিক ছুটির দিন হিসেবে বৃহস্পতি-শুক্র ও শনিবার হাতে রেখে কক্সবাজার আসেন লাখো পর্যটক। অনেকে পূর্বের নির্ধারিত সময়ানুসারে কক্সবাজার এসেছেন বৃহস্পতিবার। আবার শুক্রবার ভোরেও পৌঁছান অনেকে। যারা শুক্রবার ফিরে যাওয়ার সিডিউলে ছিলেন তারা এসেছিলেন আরও কয়েক দিন আগে। এ ধরনের পর্যটক ৩০ হাজার হবে বলে হোটেল সংশ্লিষ্টরা জানান। বাস চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত সময়ে কক্সবাজার ছেড়ে যেতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়