জেরিন আহমেদ, মামুন হোসেন : [২] স্থানীয় সময় শুক্রবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ওই বিস্ফোরণের ঘটনায় আরো ডজনখানেক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। খবর রয়টার্স
[৩] বিবিসি বলছে, ফ্রিটাউনের এক ব্যস্ত জংশনে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে সেখানে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
[৪] সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত ট্যাংকারের চারপাশে আগুনে পোড়া মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করলেও বিস্ফোরণে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন। বিবিসি
https://twitter.com/sierraeyesalone/status/1456751757132980224?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1456751757132980224%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fsierraeyesalone2Fstatus2F1456751757132980224widget%3DTweet