তাহেরুল আনাম: [২] সারা দেশের মত দিনাজপুরেও জ্বালানী তেলের দাম বৃদ্ধিও প্রতিবাদে ২য় দিনের মতো ধর্মঘট পালন করছে বাস, ট্রাক-ট্যাংকলরী-কাভাডভ্যান শ্রমিকরা।
[৩] সকাল হতে দিনাজপুর বাস টার্মিনাল থেকে কোন বাস ছাড়তে দেখা যায়নি। এতে চরম বিপাকে পড়েছে চাকুরীজিবীসহ দুরদুরান্তের যাত্রীরা। এদিকে হঠাৎ করে বাস বন্ধ থাকায় দুরপাল্লার যাত্রীদের ভোগান্তী চরমে পৌছেঁছে, গন্তব্যে যেতে হচ্ছে ভেঙ্গে ভেঙ্গে এতে করে যেমন সীমাহীন কষ্ট হচ্ছে তেমনি গুণতে হচ্ছে বেশি ভাড়া।
[৪] অন্যদিকে বাস বন্ধ থাকায় অলস সময় পার করছে বাস, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকরা। ট্রাক চালক মামুন বলেন, তেলের দাম একবারেই ১৫টাকা বাড়ানো অযৌক্তিক, তেলের দাম বাড়ার কারণে আমাদের ভাড়া হচ্ছেনা যা ভাড়া হচ্ছে মাহাজনকে দিয়ে আমাদের কিছুই থাকেনা।