মহসীন কবির: [২] রাজধানীর বিভিন্ন এলাকা ও ব্রাহ্মণবাড়ীয়ায় অভিযান চালিয়ে শুক্রবার (৫ নভেম্বর) রাতে তাদের আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
[৩] র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ঢাকা ও ব্রাহ্মণবাড়ীয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মানবপাচার চক্রের ৭ জন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নকল বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।
[৪] শনিবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।