শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৫:৩২ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে দ্রুত সেবা দেয়ার লক্ষ্যে ডিজিটাল রেকর্ডরুম উদ্বোধন

আতিকুল আলম: [২] পটুয়াখালীতে ডিজিটালাইজেশনে জনগনকে দ্রুত ভূমি সংক্রান্ত সেবা দেয়ার লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় ভবনের তৃতীয় তলায় ডিজিটাল রেকর্ডরুম উদ্বোধন। ০৫ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও মোড়ক উন্মোচন করে ডিজিটাল রেকর্ডরুম উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

[৩] পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এর সাথে জেলার কর্মকর্তাবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। এ সময় তাঁর সাথে ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মোহসীন উদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, এলজিইিডি’র নির্বাহী প্রকৌশলী জি.এম সাহাবুদ্দিন, প্রানী সম্ডদ অধিদপ্তরের উপ-পরিচালক ড.আনোয়ার হোসেন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মহিউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এ্যামদাদউল্লাহ প্রমুখ।

[৪] রেকর্ডরুম উদ্বোধন শেষে জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসন আয়োজিত সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সরকারী কর্মকর্তাদেরকে সরকারী সেক্টর সমূহে জনগনের কল্যানে ও সেবা প্রদানের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনারমোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মোহসীন উদ্দিন।

[৫] মতবিনিময় সভায় জেলার পরিচিতি, জেলার চলমান উন্নয়ন চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়