শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনপ্রিয় ক্রিকেট লেখক টিম উইগমোর বলছেন, বিশ্বকাপে সবচেয়ে বাজে দল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : [২] সুপার টুয়েলভে মোট পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল। এমন হতশ্রী পারফরম্যান্স দেখে বাংলাদেশকে ১২ দলের মধ্যে সবচেয়ে বাজে দল বলেছেন জনপ্রিয় ক্রিকেট লেখক টিম উইগমোর।

[৩] টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হারে বাংলাদেশ। এরপর তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে দাপুটে জয় নিয়ে সুপার টুয়েলভে ওঠে মাহমুদউল্লাহবাহিনী।

[৪] কিন্তু সুপার টুয়েলভে বাংলাদেশের জয় যেন সোনার হরিণ। এই হরিণের খোঁজ আর পাওয়া হয়নি লাল-সবুজের দলের। একে একে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হারে তারা।

[৫] দলের এমন বাজে পারফরম্যান্সের সমালোচনা চলছে আন্তর্জাতিক ক্রিকেট পাড়ায়। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের মান যেন স্কটল্যান্ড, নামিবিয়ার মতো দলের থেকেও নিচে নেমেছে।

[৬] ক্রিকেট লেখক টিম উইগমোর লিখেছেন, ‘বাংলাদেশের কাছ থেকে এটি ভয়াবহ পারফরম্যান্স। তারা সম্ভবত সুপার টুয়েলভের সবচেয়ে বাজে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-১ এবং নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ। দুটি সিরিজেই ভেলকি দেখান দুই দলের স্পিনাররা।

[৭] ঘরের মাঠে স্পিনিং উইকেটে খেলা হওয়ায় স্বাভাবিকভাবেই এগিয়ে ছিলেন সাকিব আল হাসান, নাসুম আহমেদরা। বাংলাদেশের স্পিন উইকেটে খেলা তাদের কোনো উন্নতি আনছে না বলেও মন্তব্য করেছেন উইগমোর। তিনি আরও লিখেন, এর অনেক কারণ আছে, একটি বড় কারণ হচ্ছে তারা জঘন্য উইকেট বানিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছে। যেটা তাদের উন্নতিতে কোন ভূমিকা রাখেনি। - ক্রিকফ্রেঞ্জি, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়