ইমরুল শাহেদ: [২] বুধবার দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মারা গেছেন বলে ধারাবাহিক টুইটের জন্য ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্তের পদক্ষেপ নেওয়া হয়েছে। এমএসএননিউজ, নিউজসানসিন, ওয়ার্ল্ডনিউজ
[৩] বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের ‘ওলমাস’ হ্যাশট্যাগে টুইট শেয়ারে ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। তুরস্কের ভাষা থেকে তার ইংরেজী অনুবাদ করা হয়ে অর্থ দাঁড়ায় ‘তিনি মারা গেছেন’।
[৪] অভিযুক্তদের ‘মিথ্যা ও উস্কানিমূলক তথ্য’ শেয়ার করার জন্য আইনের মুখোমুখি হতে হবে। একইসঙ্গে এই ধরনের প্রচার প্রেসিডেন্ট এরদোগানের জন্য অপমানজনকও।
[৫] ‘প্রেসিডেন্টকে অপমান করার অভিযোগে’ তার আইনজীবিরা আংকারা চিফ প্রোজিকিউটরের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।