শিরোনাম
◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০১:৫২ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় জমজ পাঁচ শিশুর মধ্যে চার জনের মৃত্যু

ফয়সাল চৌধুরী: [২] কুষ্টিয়ায় একসঙ্গে পাঁচ শিশুর জন্ম নেওয়া শিশুদের মধ্যে চারটি শিশু মারা গেছে। বাকি এক শিশুর অবস্থাও আশঙ্কাজনক। তিন দিনের ব্যবধানে চারটি শিশুর মৃত্যুতে বাবা মা ও স্বজনদের কান্নায় হাসপাতলে শোকের ছায়া নেমে এসেছে।

[৩] কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্ক্যানু ওয়ার্ডে বুধবার সকাল ১০টায় ও বেলা ২টায় এবং রাতে তিনজন শিশু মারা যায়। আজ সকালে আরো একজনসহ মোট চারজন শিশু চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন আমাদের সময় ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

[৪] চিকিৎসকেরা বলছেন, অপুষ্টি ও কষ্ট কম ওজনের হাওয়ায় শিশুদের শারীরিক অবস্থা জন্মের পর থেকেই খুবই খারাপ ছিল। উন্নত চিকিৎসা না পেলে বাকি একজনকেও বাঁচানো বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে মায়ের অবস্থা স্বাভাবিক রয়েছে।

[৫] মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন সাদিয়া খাতুন (২৪)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা সোহেল রানার (২৫) স্ত্রী। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ শিশুর জন্ম নেওয়ার ঘটনা এটিই প্রথম।

[৬] শিশুদের বাবা সোহেল রানা কান্নাজড়িত কণ্ঠে আমাদের সময় ডটকমকে বলেন, তিনি ও তাঁর স্ত্রী প্রথমবারের মতো বাবা–মা হলেন। চায়ের দোকান চালিয়ে কোনো রকমে তাঁদের সংসার চলে। শিশুদের উন্নত চিকিৎসা করানোর মতো টাকা তাঁর নেই। বাকি একটি শিশুর প্রাণ বাঁচাতে সকলের কাছে তিনি দোয়া-প্রার্থনা আবেদন জানান। আল্লাহর ওপর এখন তিনি সব কিছু ছেড়ে দিয়েছেন।
[৭] জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) এস এম নাজিম উদ্দিন ‘আমাদের সময় ডটকম’কে বলেন, ভূমিষ্ঠ হওয়া শিশুদের ওজন খুবই কম তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থা এ হাসপাতালে নেই। ঢাকায় নিয়ে আইসিইউ সাপোর্টে রাখতে পারলে হয়তো তাদের বাঁচানো যেতে পারে। কিন্তু শিশুদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়।

[৮] উল্লেখ্য, ২০১৬ সালে সোহেল রানা ও সাদিয়া খাতুনের বিয়ে হয়। চলতি বছর তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হন। ঝিনাইদহে একজন চিকিৎসকের কাছে চিকিৎসা নিতেন তিনি। গত সোমবার রাতে তাঁর স্ত্রীর প্রসবব্যথা শুরু হলে তাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় একসঙ্গে তাঁদের পাঁচ সন্তানের জন্ম হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়