অহিদ মুকুল: [২] নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে নারী ও শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করে পুলিশ।
[৩] বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পের উদ্দেশে পাঠানো হয়েছে।
[৪] আটক রোহিঙ্গারা হল ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৭৬ নম্বর ক্লাস্টারের হাসিনা বেগম, আলমার জাহান, রোজিনা আক্তার, ১২ বছরের সাইফুল ইসলাম, তিন বছরের মো. ইয়াছিন ও এক বছরের মো. আজিজ।
[৫] চরজব্বর থানার ওসি জিয়াউল হক বলেন, বুধবার ভোরের দিকে ওই ছয় রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। দুপুরের দিকে দালাল ও নৌকার মাঝি সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যান।
[৬] কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে থানায় জানায়। সন্ধ্যার দিকে ওই ছয় রোহিঙ্গাকে থানায় আনা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সম্পাদনা: জেরিন আহমেদ