স্পোর্টস ডেস্ক: [২] পিএসজির ভাগ্য এতোটাই মন্দ যে প্রথম গোলে পিছিয়ে পড়েও এগিয়ে যায় তারা। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেনি। শেষ দিকের গোলে হারের মুখ থেকে পয়েন্ট তুলে নিল প্রতিপক্ষ লাইপজিগ।
[৩] লাইপজিগের রেড বুল অ্যারেনায় বুধবার (৩ নভেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের এ’ গ্রæপের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। পিএসজির গোল দুটি করেন মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম। জার্মান দলটির বিপক্ষে সপ্তাহ দুয়েক আগে নিজেদের মাঠে ৩-২ গোলে জিতেছিল পিএসজি।
[৪] মেসি না থাকলেও এই ম্যাচ দিয়ে ফেরেন কিলিয়ান এমবাপে। কিন্তু একাধিক সুযোগ হাতছাড়া করেন তিনি। নেইমার ছিলেন নিজের ছায়া হয়ে। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল লাইপজিগ। গোলের উদ্দেশে তাদের ১৬ শটের পাঁচটি লক্ষ্যে ছিল। পিএসজির সাত শটের চারটি ছিল লক্ষ্যে। - গোল ডটকম