শওগাত আলী সাগর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্থানীয় নেতাকর্মীদের প্রশ্ন করেছেন, কুমিল্লায় যখন ঘটনা ঘটেছে, তখন চৌমুহনীতে এতোগুলো মন্দির, পূজামণ্ডপে হামলা-ভাঙচুর হলো, আপনারা কেন সতর্ক হলেন না। ভোটের সময় হিন্দুদের কাছে গিয়ে ভোট চান, বিপদের মুহূর্তে কেন তাঁদের পাশে দাঁড়াতে পারেননি। কুমিল্লার ঘটনার পর আপনারা সতর্ক থাকলে এসব ঘটনা ঘটতো না।’
আমরাও তো এই কথাই বলি, ‘কুমিল্লার ঘটনার পর আপনারা সতর্ক থাকলে এসব ঘটনা ঘটতো না।’ আপনারা বলতে আমরা কিন্তু ‘সরকারকে’ বুঝি। সরকার কেন সতর্ক হলো না?
ওবায়দুল কাদের স্থানীয় নেতাদের কাছে যা জানতে চেয়েছেন, আমরা ওবায়দুল কাদেরকেও একই প্রশ্ন করি, ‘ভোটের সময় হিন্দুদের কাছে গিয়ে ভোট চান, বিপদের মুহূর্তে কেন তাঁদের পাশে দাঁড়াতে পারেননি’? এই প্রশ্নটা কিন্তু আওয়ামী লীগকেই করা যায় এবং আওয়ামী লীগের কাছেই এর উত্তর চাই আমরা। লেখক : কানাডা প্রবাসী সাংবাদিক