শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড নাম্বার পেয়ে ঢাবির ‘ক’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন সিয়াম

নিউজ ডেস্ক: বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মেধাবী ছাত্র মেফতাউল আলম সিয়াম রেকর্ড নাম্বার পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন। তবে তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ার ইচ্ছা রয়েছে। তিনি প্রকৌশলী হয়ে দেশের সেবা করতে চান। যুগান্তর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের অবসরপ্রাপ্ত এনজিও কর্মকর্তা খোরশেদ আলমের তিন ছেলের মধ্যে মেফতাউল আলম সিয়াম সবার বড়। অপর যমজ দুই ভাই মোবাশ্বির আলম সানি ও মুনজির আলম সামি বগুড়া জিলা স্কুরে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

বাবা দেশের বিভিন্ন জেলায় কর্মরত থাকায় সিয়াম সেখানে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েছেন। বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে এসএসসি পাশ করেন। পঞ্চমের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেন। অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ ও জেনারেল বৃত্তি এবং এসএসসিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পান। এরপর সিয়াম বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন। এখানেও তিনি মেধার স্বাক্ষর রাখেন। জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন।

মেফতাউল আলম সিয়াম জানান, তিনি ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছেন। মেডিকেল কলেজে ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে প্রথম স্থান অধিকার করেছেন। তবে তিনি প্রকৌশলী হতে চান। বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গেছেন। বুয়েটে সুযোগ না হলে ঢাবির প্রকৌশল বিভাগে ভর্তি হবেন। সিয়াম সবার দোয়া চেয়েছেন।

বুধবার দুপুরে ঢাবির উপাচার্য আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ২০২০-২১ শিক্ষা বর্ষের স্নাতক প্রথম বর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। সিয়াম ১২০ নম্বরের মধ্যে ১১৭.৭৫ নম্বর পেয়েছেন। এবার ‘এ’ ইউনিটে পাশের হার ১০.৭৬ শতাংশ। পরীক্ষার্থী অংশ নেন ৯৪ হাজার ৫০৫ জন। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ১৬৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়