শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের রাউজান উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে আদালতে মামলা করেছেন তার শ্বশুর। আদালত মামলাটিকে গ্রহণ করে পিবিআইকে নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে।
[৩] মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ মামলাটি করেন সুদত্ত বড়ুয়া। মামলার আসামিরা হলেন, একই উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড়ুয়া পাড়ার বঠন বড়ুয়ার ছেলে নিশান বড়ুয়াসহ অজ্ঞাত আরও ৩ জনকে।
[৪] মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানায়, মামলার বাদী সুদত্ত বড়ুয়ার পুত্র রানা বড়ুয়ার সঙ্গে গত ২০১৯ সালের ২৪ মে রবি কান্তি বড়ুয়ার কন্যা ঐশী বড়ুয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পুত্র রানা বড়ুয়া আরব আমিরাতে চলে যায়।
[৫] গত ১৩ অক্টোবর দুপুরে শ্বশুর সুদত্ত বড়ুয়া বাড়ির পাশে প্যাগোডায় গেলে, ফিরতে দেরি হওয়ায় পুত্রবধু ঐশী বড়ুয়া খুঁজতে বের হন। আগে থেকে সেখানে থাকা নিশান বড়ুয়াসহ অজ্ঞাতনামা তিনজন ঐশী বড়ুয়াকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এসময় বাড়ির আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা, দশভরি স্বর্ণালংকার ও কাপড়চোপড় নিয়ে যায়।
[৬] তবে একই দিন রাতে ১টার দিকে ঐশী বড়ুয়ার পিতাকে অভিযুক্ত নিশান বড়ুয়া ইমো নম্বারে ম্যাসেজ দিয়ে, ঐশী তার হেফাজতে আছে বলে জানান। এরপর থেকেই ইমো নাম্বারটিও বন্ধ রয়েছে।
[৭] এঘটনায় গত ১৪ অক্টোবর রাউজান থানায় সাধারণ ডায়েরি করেন শ্বশুর সুদত্ত বড়ুয়া। এরপরও কোন প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেন বাদী। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলাকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন। এসময়ের মধ্যে ওই গৃহবধূকে উদ্ধারসহ আইনগত সব ব্যবস্থাই সংস্থাটি করবে বলে জানান অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ।