নিজস্ব প্রতিবেদক : [২] রাজধানীর মিরপুরে মিল্ক ভিটার কারখানায় বুধবার দুপুর ২টা ৫ মিনিটে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
[৩] ফায়াার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, কারখানায় পরিত্যক্ত অবস্থায় পুরনো কিছু গাড়ির টায়ার রাখা ছিলো। সেগুলো থেকেই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ৩টা ৫মিনিটে আগুন নির্বাপণ করে।
[৪] এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।