আসাদুজ্জামান বাবুল: [২] প্রধানমন্ত্রীর মামা ও টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আহম্মেদ মীর্জা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
[৩] মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
[৪] মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।
[৫] টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানান, বুধবার জোহরের নামাজের পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে জানাজা শেষে বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
[৬] টুঙ্গিপাড়ায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তার মৃত্যূতে এক শোক বিবৃতিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আহম্মেদ মীর্জার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
[৭] সাদা মনের মানুষ হিসেবে পরিচিত আহম্মেদ মীর্জা গত ৩১ অক্টোবর বিকালে খুব বেশি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়। গত তিন দিন যাবত লাইফ সাপোর্টে থাকার পর সোমবার রাতে তিনি মারা যান। সম্পাদনা: হ্যাপি