স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার মনে করছেন পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সম্ভাবনা প্রবল। তবে কোন দল যদি পাকিস্তানের জন্য বিপদ হতে পারে তবে সেটি হবে ইংল্যান্ড।
[৩] সুপার টুয়েলভে গ্রুপ ২ এর খেলায় ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করে পাকিস্তান। পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে টানা তিন জয় তুলে সেমিফাইনালের পথ অনেকটা নিশ্চিত করে পাকিস্তান।
[৪] নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচের একটি ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে পাকিস্তান।
[৫] এদিকে গ্রুপ ১ এর লড়াইয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড।
[৬] শোয়েব তার ইউটিউব চ্যানেলে বলেন, বিশ্বকাপ জিততে শুধু ভালো দুইটি দিন দরকার যা সেমিফাইনাল ও ফাইনাল। আমি নিশ্চিত আপনারা নামিবিয়া ও স্কটল্যান্ডকে পরাজিত করবেন ও টেবিল টপার হওয়ার যোগ্যতা অর্জন করবেন। তবে ইংল্যান্ড একমাত্র দল যা আমাদের জন্য হুমকি হতে পারে। জিও নিউজ