শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষায় জবিতে উপস্থিতির হার ৯৫ শতাংশ

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

[৩] গুচ্ছের সবচেয়ে বড় কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ১৮৭ জন শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

[৪] বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭ হাজার ৭৭৭ জন এবং অনুপস্থিত ছিলেন ৪১০ জন শিক্ষার্থী। উপস্থিতির হার শতকরা ৯৫ শতাংশ।

[৫] সোমবার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়।

[৬] ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ৩৩ হাজার ৪৩৭ জন।

[৭] জবিতে ভর্তি পরীক্ষা চলাকালীন হলগুলো পরিদর্শন করেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র-কল্যাণ), প্রক্টর ও সহকারী প্রক্টরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

[৮] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ.কে.এম. মনিরুজ্জামান বলেন, বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। এখনো ভর্তি সংক্রান্ত অনেক বিষয় বাকি আছে। এই পর্যন্ত সবচেয়ে ভালো বিষয় হল গুচ্ছের তিনটি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোন ঘটনা ঘটেনি।

[৯] উল্লেখ্য, বাণিজ্য অনুষদের পরীক্ষা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মত আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। এরপূর্বে গত ১৭ অক্টোবর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ ভর্তি পদ্ধতির যাত্রা শুরু হয়। এবার মোট ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে সমন্বিতভাবে অংশ নিয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়