শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটায় প্রেসক্লাব কর্তৃক ব্যরিস্টার জিয়াউর রহমানকে সম্মাননা প্রদান

অমল তালুকদার: [২] হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের কৃতি সন্তান ব্যারিস্টার জিয়াউর রহমানকে পাথরঘাটা প্রেসক্লাব কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে।

[৩] ব্যারিস্টার জিয়াউর রহমান চরদুয়ানি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জ্ঞানপাড়া গ্রামের মো. ছিদ্দিকুর রহমানের তিন সন্তানের মধ্যে বড় ছেলে। সোমবার (১ নভেম্বর) বরগুনা পাথরঘাটা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।

[৪] সভায় ব্যারিস্টার জিয়াউর রহমান ও পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, জাব্বির এবং কাউন্সিলর আবুবক্কর ছিদ্দিক মিল্লাতকে ফুল দিয়ে বরণ করে নেন পাথরঘাটা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। পরে প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফারুকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাফর ইকবাল এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরী, দৈনিক জনকন্ঠের পাথরঘাটা প্রতিনিধি, খোকন কর্মকার, দৈনিক ভোরের কাগজের পাথরঘাটা প্রতিনিধি, অমল তালুকদার,দৈনিক আজকের পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি, রুদ্ররুহান, বাংলা নিউজ টুইন্টিফোর এর পাথরঘাটা প্রতিনিধি,শফিকুল ইসলাম খোকন,প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল, দৈনিক দেশ প্রতিদিনের পাথরঘাটা প্রতিনিধি আরিফুল ইসলাম প্রমুখ।

[৫] এসময়ে ব্যারিস্টার জিয়াউর রহমান বলেন আমি অনেক কষ্ট করে লেখাপড়া করে আজ ব্যারিস্টার হয়েছি। আমি মনে করি মনের ইচ্ছা শক্তিই বড় শক্তি, আমি দৃঢ় বিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই আজ সমাজে স্থান করতে সক্ষম হয়েছি। তাই আমি সকলকে বলবো আপনারা দৃঢ় বিশ্বাস রেখে এঁগিয়ে যান সফল হবেই।

[৬] এসময়ে প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ উপস্থিত সাংবাদিকগণ ব্যারিস্টার জিয়াউর রহমানের ব্যাপক প্রশংসা করে বলেন ব্যারিস্টার জিয়াউর রহমান আমাদের গর্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়