শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুক্তিযোদ্ধা

টাঙ্গাইল প্র‌তি‌নি‌ধি: [২] রোববার সন্ধ্যা ৭টা। টাঙ্গাই‌লের সখীপুর উপ‌জেলার আমতৈল পূর্বপাড়া গ্রা‌মে ২নং বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচ‌নের নৌকা প্রতীকের পথসভা চল‌ছিল। পথসভায় সভাপতিত্ব করছি‌লেন ওই এলাকারই বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক মেলেটারী। সভাপ‌তির নির্ধা‌রিত বক্তব্য দি‌চ্ছি‌লেন আবদুল মালেক মেলেটারী। বক্ত‌ব্যের শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ব‌লেই তি‌নি ব‌সে প‌ড়লেন। ঢ‌লে পড়‌লেন মৃত্যুর কো‌লে।

[৩] ওই পথসভায় উপ‌স্থিত একা‌ধিক কর্মী সমর্থক জানান, বক্তব্যের শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেই বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক মেলেটারী দ্রুত ব‌সে প‌ড়েন। ব‌সে পড়ার পাঁঁচ মিনিটের মধ্যেই তিনি হৃদরো‌গে আক্রান্ত হন এবং সেখা‌নেই মৃত্যুবরণ করেন। প‌রে সভায় উপ‌স্থিত নেতাকর্মীরা তাঁ‌কে উদ্ধার ক‌রে দ্রুত উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যান। সেখা‌নে কর্তব্যরত চি‌কিৎসকও তাঁ‌কে মৃত ঘোষণা ক‌রেন।

[৪] বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক মেলেটারীর এমন মৃত্যু‌তে প‌রিবার, এলাকা ও মু‌ক্তি‌যোদ্ধা‌দের মা‌ঝে শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে।‌ প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা আবদুল মালেকের ছে‌লে কা‌দের হাসান জানান, বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মু‌ক্তি‌যোদ্ধা ছি‌লেন। আজন্ম বঙ্গবন্ধুর ভক্ত ছি‌লেন। বাংলা এবং বঙ্গবন্ধুর স্লোগান দি‌তে দি‌তেই তাঁর মৃত্যু হ‌লো।

[৫] আ‌বে‌গে আপ্লুত কাদের হাসান আরও ব‌লেন, স্বপ্নেও ভাবিনি বাবার মুখে এটাই ছিলো আমাদের শোনার মতো শেষ কথা!

[৬] ওই পথসভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি যে বক্তব্য রেখে গেছেন, তা অবশ্যই আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে।

[৭] পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে, সোমবার বিকেল ৩টায় জানাজা শে‌ষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক মেলেটারীর মরদেহ দাফন করা হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়