শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্তমান বিশ্বে সেরা ক্রিকেট দল নিউজিল্যান্ড: মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক: [২] চ্যাম্পিয়নস ট্রফি কিংবা বিশ্বকাপ, আইসিসির টুর্নামেন্ট মানেই নিউজিল্যান্ডের সর্বোচ্চ দৌড় ছিল সেমিফাইনাল পর্যন্ত। ২০১৫ সালে এ ধারা ভেঙে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলে কিউইরা। এরই ধারাবাহিকতায় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপেও খেলেছে নিউজিল্যান্ড। ধারবাহিকতা বজায় রেখে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দূর্দান্ত ফর্মে আছে নিউজিল্যান্ড। তাই তো কিউইদের এ দলকে সেরা বলে অ্যাখায়িত করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

[৩] সীমিত ওভারের বিশ্বকাপের ফাইনালে জিততে না পারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের শিরোপা নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড। সে ম্যাচে ভারতের বিপক্ষে বেশ দাপটের সাথে ম্যাচ জিতেছিল কিউইরা।

[৪] এ ম্যাচের পর রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে এবারও কিউইদের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ ভারত। নিউজিল্যান্ডের এ দাপুটে জয়ের পর তাদেরকে ক্রিকেটের তিন ফরম্যাটের সেরা দল বলে অ্যাখায়িত করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন।

[৫] চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছিল নিউজিল্যান্ড। তবে এ জয় তুলে নিতে পাকিস্তানকে বেশ বেগ পেতে হয়েছিল।অপরদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে একরকম উড়িয়েই দিয়েছে তারা।

[৬] এ ম্যাচের পর এক টুইট বার্তায় ভন জানান, এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল নিউজিল্যান্ড। তবে এটা কেউ শিকার করবে না। এমনকি তারা নিজেরাও বিষয়টা শিকার করবে না।

[৭] বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে শিরোপা প্রত্যাশী হিসেবে ভারতের নাম বেশ ভালোভাবেই উচ্চারিত হয়েছিল। এছাড়াও এ তালিকায় ছিল ওয়েস্ট ইন্ডিজের নাম তবে দুই দলই টুর্নামেন্টের শুরুতে নিজেদেরকে হারিয়ে খুঁজছে।

[৮] নিউজিল্যান্ড সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকলেও তাদেরকে নিয়ে আলোচনা হয়নি। এমনকি তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়েও কেউ কিছু বলেনি। বুধবার (৩ অক্টোবর) স্কটল্যান্ডে বিপক্ষে মাঠে নামবে উইলিয়ামসনের দল। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়