শিরোনাম
◈ কমনওয়েলথ গেমস আ‌য়োজ‌নের দা‌য়িত্ব পে‌লো ভারত, ভেন‌্যু আহমেদাবাদ  ◈ বাহরাইনকে হারিয়ে এ‌শিয়ান কা‌পের মূলপ‌র্বের কাছাকা‌ছি  বাংলাদেশ ◈ চীনের সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে ◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় মমনোনয়ন পত্র জমা দিতে গিয়ে সহিংসতায় প্রার্থীসহ পাঁচজন আহত

আআজিজুল ইসলাম: [২] বাঘারপাড়ার জোহরপুর ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জামা দিতে গিয়ে সতন্ত্র পার্থী বদর উদ্দিন মোল্যা ও তার ছেলে সহ পাঁচ জন মারপিটের স্বীকার হয়েছে। তার মধ্যে মাহবুব নামে এক জনের অবস্থা খুবই আশংখ্যা জনক।

[৩] আহতরা এখন যশোর জেনারেল হাসপাতালের সার্জরী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘাপাড়া ইউনিয়নের জহুরপুর ইউনিয়নের হুলহট্ট গ্রামে।

[৪] জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সহসভাপতি বদর উদ্দিন অভিযোগ করে বলেন, আগামি ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের ভোট। আমি নমিনেশন পেপার জামা দিতে যাচ্ছিলাম হুলহট্ট গ্রামে যাওয়া মাত্র আমার প্রতিদদ্বি প্রাথী আসাদুজ্জামান মিন্টুর লালিত সন্ত্রসী হামলা চালায়। হামলায় অংশ নেয় মাসুদ, রশিদ, করিম, জসিম, মমিন ও জাহাঙ্গীর। এসময় ওই হামলায় আমি নিজে, আমার ছেলে এসএম হাসিব ইকবাল লুটাস, ও মাহবুব, চঞ্চল এবং শাহরিয়ার মনুসবাই গুরুতর আহত হলে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

[৫] হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহম্মেদ শামস বলেন, মারপিটের স্বীকার ৫জনের মধ্যে মাহবুবের অবস্থা খুবই আশংঙ্কাজনক।

[৬] জানতে চাইলে প্রতিদদ্বি নৌকার প্রার্থী আসাদুজ্জামান মিন্টু বলেন, বদর উদ্দিন মোর‌্যার অভিযোগ সঠিক নয়। যগযন্ত্র করে নৌকার প্রার্থীর বদনাম করে ইস্যু তৈরী করছে। শালিখা থেকে জামাত বিএনপির লোকজন নিয়ে এসে কাজ করছে। নিজেরা নিজেরা মারামারি করে নৌকার বদনাম করছে বদর উদ্দিন।

[৭] জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন জহুরপুর ইউনিয়নে মরামারি হয়েছে কয়জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। আমি ঘটনাস্থলে এবং হাসপাতলে পৃথক দুটি পুলিশের টিম পাঠিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়