এ এইচ সবুজ: [২] এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
[৩] বাস উল্টে নিহতদের মধ্যে একজনের নাম নুসরাত জাহান কনা (২২)। অন্যজনের নাম পাওয়া যায়নি। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
[৪] এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, সৌখিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়।
[৫] ওসি আরো বলেন, এ সময় বাসের নিচে চাপা পড়ে এক পথচারী (পুরুষ) এবং বাসের যাত্রী নুসরাত জাহান কনা ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ৮-১০ জন সামান্য আহত হয়েছেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। সম্পাদনা: জেরিন আহমেদ