শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ১১:১০ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ১১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিএসটির সি ইউনিটের পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে অংশ নিচ্ছে ১২৮৮ জন

মো: মিরাজুল আল মিশকাত: [২] ১লা নভেম্বর ( সোমবার ) সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি( জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে দেশের প্রায় ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী । এদিন 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( হাবিপ্রবি) কেন্দ্র থেকে অংশ নিবেন ১২৮৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী । বিষয়টি নিশ্চিত করেছেন হাবিপ্রবির ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো: ফজলুল হক।

[৩] এরইমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রকার পূর্বপ্রস্তুতি শেষ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে করোনা মহামারির কারণে পরীক্ষার্থীদের মানতে হবে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি।

[৪] হাবিপ্রবির ভর্তি পরীক্ষা কমিটির সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোঃ ফজলুল হক বলেন, " জিএসটির 'এ ' ও ' বি ' ইউনিটের ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্র থেকে প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী অংশ নেয়। তবে 'সি ' ইউনিটের পরীক্ষায় হাবিপ্রবি থেকে মাত্র ১২৮৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ২০ টি কক্ষ ব্যবহার হবে "।

[৫] অন্যদিকে, ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, " আমরা ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। ভর্তি পরীক্ষা উপলক্ষে পুরো ক্যাম্পাস ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরার ( সিসিটিভি) আওতায় আনা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য স্টোলের ব্যবস্থা করা হয়েছে "।

[৬] পক্ষান্তরে, ভর্তি পরীক্ষা কমিটি জানায়, " স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কক্ষগুলোতে আগে থেকেই হ্যান্ড-স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে "।

[৭] উল্লেখ্য, ' সি ' ইউনিটের ভর্তি পরীক্ষা হাবিপ্রবি কেন্দ্রের ড. এম. এ ওয়াজেদ ভবনের ২০ টি কক্ষে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়