আল আমীন: মানুষের আস্থা অর্জনে সাংবাদিকদের কাজ করতে হবে। তৃণমূল জনগোষ্ঠীর অভাব অভিযোগ তুলে ধরতে হবে। প্রকৃত ঘটনার চিত্র রাষ্ট্র এবং সমাজের মাঝে তুলে ধরার আহবান জানানো হয় সভায়।
গতকাল ময়মনসিংহে পাঠকের কাছে সহজে দৈনিক আমাদের নতুন সময় পৌঁছে দেওয়ার লক্ষে ও সার্কুলেশন সংখ্যা বৃদ্ধি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি ও এজেন্ট সভায় ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল্লাহ আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমাদের নতুন সময়ের কমার্সিয়াল ম্যানেজার নুরুল আফছার ও সিনিয়র ব্যবস্থাপনা সম্পাদক দিলীপ সরকার উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন উপজেলার প্রতিনিধি, হকার ও এজেন্ট মালিকপক্ষ উপস্থিত ছিলেন।