শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৯:২৮ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ইজিবাইক ছিনতায়ের অভিযোগে আটক-৪

শেখ ফরিদ: [২] সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার সকালে শ্যামনগরের বড় কুপট গ্রামের খন্তকাটা স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

[৩] আটককৃতরা হলেন, আটুলিয়া গ্রামের রহিম ঢালীর ছেলে রুবেল হোসেন (২০), আব্দুল গফুর মোল্যার ছেলে কামরুজ্জামান মোল্যা (২৫), আব্দুল গফুর ঢালীর ছেলে নয়র ঢালী (২৭) ও শফিকুল গাজীর ছেলে আনিসুর রহমান গাজী (২৫)।

[৪] র‌্যাব-৬,সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রিফাত বিন আসাদ জানান, শুক্রবার দুপুওে শ্যামনগরের গোডাউন মোড় থেকে ইজিবাইক চালক শাহীনুর রহমানকে নীলডুমুর যাওয়ার জন্য ভাড়া করে রুবেলসহ তিনজন যাত্রী। পথিমধ্যে খন্তকাটা স্লুইসগেট সংলগ্ন এলাকায় পৌছে শাহিনুর রহমানকে ভয়ভীতি দেখিয়ে তাকে নামিয়ে দিয়ে ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা।

[৫] এখবর র‌্যাবের কাছে পৌঁছালে, তাদের একটি আভিযানিক দল বড় কুপট এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইকসহ ছিনতাইকারী রুবেল হোসেনসহ চার ছিনতাইকারীকে আটক করে। এছাড়া ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ৫টি ইজিবাইকের ব্যাটারীও জব্দ করে র‌্যাব।

[৬] র‌্যাব কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাইকারী বলে জানা গেছে। এছাড়া ইজিবাইকটি ৪ ঘন্টার জন্য ৫শ’ টাকার বিনিময়ে ভাড়া নেওয়া হয়েছিল। তার আগেরদিনও একইভাবে একই স্থান থেকে ইজিবাইকটি ভাড়া নেওয়া হয়। এঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা হয়েছে বলে জানান র‌্যাব কমান্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়