শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৮:০৩ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত

তৌহিদুর রহমান: [২] “মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাএা শেষে পুলিশ সুপার সম্মেলন কক্ষে কমিউনিটি
পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা ও সম্মাননা সভা অনুষ্ঠিত হয়।

[৩] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন)
মোল্লা মোহাম্মদ শাহীন, সদর সার্কেল মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ প্রমুখসহ জেলা ও উপজেলার কমিনিউটি পুলিশিং এর সদস্যবৃন্দ।

[৪] আলোচনা সভায় অনুষ্ঠানে সভাপতি পুলিশ সুপার আনিসুর রহমান বক্তব্যে বলেন, “মাদক একটি জাতীয় পর্যায়ের সমস্যা। এখন পারিবারিক ও সামাজিক শাসন-বারণ না থাকায় কিশোররা যেমন গ্যাং কালচারে জড়িয়ে পড়ছে তেমন একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটছে।

[৫] তিনি আরো বলেন, যে ছেলেটার ১২/১৩ বছর বয়স, তার ভাল মন্দ বোঝার তেমন জ্ঞান নেই। বিপদগামী হয়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছে অথবা সমাজের একটা বোঝা হয়ে যাচ্ছে। আজকের এই কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে যারা এসেছেন, আসুন সমাজের এই সমস্যাগুলো দূর করতে সম্মিলিতভাবে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই।

[৬] এদিকে মতবিনিময় সভায় উপস্থিত বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে জেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন। এছাড়া কমিউনিটি পুলিশিং ডে -২০২১ উপলক্ষে জেলা পুলিশের কর্মরত বিভিন্ন স্তরের সদস্যবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়