শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেষ্টা করলেও আমার চামড়া আমি পরিবর্তন করতে পারবো না: এমবাঙ্গা

স্পোর্টস ডেস্ক: [২] সংযুক্ত আরব আমিরাতে মহাসমারোহে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে গত মঙ্গলবারের (২৬ অক্টোবর) খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কৃষ্ণাঙ্গদের প্রতি সহমর্মিতা জ্ঞাপনে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন না জানানোয় একাদশে ছিলেন না কুইন্টন ডি কক। এই উইকেটরক্ষক-ব্যাটারের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার পমি এমবাঙ্গা।

[৩] গত মঙ্গলবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) তাদের ক্রিকেটারদের এই আন্দোলনে সমর্থন জানানোর নির্দেশ দেয়। এতে সব প্রোটিয়া ক্রিকেটার সমর্থন জানালেও অস্বীকৃতি জানান ডি কক।

[৪] অভিজ্ঞ এই প্রোটিয়া ক্রিকেটারের এমন সিদ্ধান্ত মানতে পারছেন না এমবাঙ্গা। তবে তিনি আশাবাদী, খুব শীঘ্রই সবাই ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে সংহতি প্রকাশ করবে।

[৫] এমবাঙ্গা বলেন, এই ইস্যুতে কথা বলার জন্য ক্ষমা করবেন। কিন্তু চেষ্টা করলেও আমি আমার চামড়া পরিবর্তন করতে পারব না। আমি আশা করি খুব সহজেই সবাই এ ব্যাপারে সহমত পোষণ করবে এবং ঐক্যবদ্ধ হবে।

[৬] গত বছর থেকেই প্রায় সব দল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন করে আসছে। নিয়ম অনুযায়ী মাঠে নামার আগে দলের খেলোয়াড়েরা হাঁটু গেড়ে বসে এই আন্দোলকে সমর্থন জানায়।

[৭] ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে ইতোমধ্যেই সবাই জানে। অধিকাংশ দেশের ক্রিকেটারই এতে একমত পোষণ করেছে। আরেক ধারাভাষ্যকার ড্যারেন স্যামি অনেকটা বিরক্ত হয়েই জানতে চেয়েছেন এই আন্দোলনে সংহতি প্রকাশ করাকে মানুষ কেন এতো কঠিন কাজ মনে করে?

[৮] ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি শিরোপা জেতানো স্যামি বলেন, কখনও কখনও আমি বুঝতে পারি না, যদি আপনি এর উদ্দেশ্য সম্পর্কে জানেন তাহলে এই আন্দোলন সমর্থন করাকে কেন কঠিন কাজ মনে করেন? ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়