শিরোনাম
◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও)

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী চূড়ান্ত

শাহাদাত হোসেন: [২] আগামী ২৮ নভেম্বর রাউজানের ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন অনুষ্টিত হবে। ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ১৩টিতে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।

[৩] দুটি নতুন মুখ। কদলপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তছলিম উদ্দিনের নাম কেন্দ্র পাঠানো হলেও তালিকায় তাঁর নাম বাত পেড়েন। এখনো ওই ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই শেষ করে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে রাউজানের ১৩টি ইউনিয়নে। এরমধ্যে ১১টিতে বর্তমান চেয়ারম্যানগণ।

[৪] তাঁরা হলেন- হলদিয়া ইউনিয়নে শফিকুল ইসলাম, ডাবুয়ায় আবদুর রহমান চৌধুরী, চিকদাইরে প্রিয়তোষ চৌধুরী, গহিরায় নুরুল আবছার বাশি.নোয়াজিশপুরে সরোয়ার্দী সিকদার,রাউজান ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, পাহাড়তলীতে রোকন উদ্দিন, পুর্ব গুজরায় আব্বাস উদ্দিন আহম্মদ, পশ্চিম গুজরায় সাহাবু উদ্দিন আরিফ, উরকিরচরে সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাগোয়ানে ভুপেশ বড়ুয়া

[৫] নতুন মুখ নৌকা প্রতীক পেয়েছেন- বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্র লাল চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়নে বাবুল মিয়া। কদলপুর ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম প্রকাশ না হওয়ায় এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা।কে হবে নৌকার মাঝি।

[৬] রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয ত্রিপুরা বলেন, আগামী ২৮ নভেম্বর রাউজানের ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্টিত হবে। আগামী ২ নভেম্বর চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেবেন। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়