শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ১২:২৯ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত

নিজেস্ব প্রতিবেদক: [২] আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে। এ কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওক্কিল রহমান। তবে কি কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে এ বিষয়ে কিছুই জানাতে পারেননি জেলা নির্বাচন কর্মকর্তা।

[৩] নির্বাচন কমিশন থেকে নির্বাচন স্থগিতের মৌখিক নির্দেশনা পাওয়ার পর নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম স্থগিত করে জেলা নির্বাচন অফিস। নির্বাচনের ভোটগ্রহণের কাজে নিয়জিত কর্মকর্তাদের শুরু হওয়া প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। বিষয়টি অংশ গ্রহণকারীদের ফোনে জানিয়ে দেয়া হচ্ছে।

[৪] চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওক্কিল রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নির্বাচন কমিশন থেকে তাকে ফোনে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি জানিয়েছে। তবে কি কারণে স্থগিত এ বিষয়ে কিছুই তাকে জানানো হয়নি। এ সংক্রান্ত চিঠি আসলেই স্থগিতের কারণ জানা যাবে বলে জানান তিনি।

[৫] আগামী দুই নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মুখলেসুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন (মোবাইল ফোন), নজরুল ইসলাম (নারিকেল গাছ), মোস্তাফিজুর রহমান মুকুল (জগ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়