শিরোনাম

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সনাতন ধর্মগ্রহণ করছেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের মেয়ে

মামুন হোসেন:[২] মঙ্গলবার বালিতে একটি ‘সুধি বদানি’ অনুষ্ঠানের মাধ্যমে মুসলমান থেকে হিন্দু হতে চলেছেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্নর তৃতীয় কন্যা সুকমাবতী সুকার্নোপুত্রি। হিন্দু ধর্মে তার আগ্রহের পিছনে রয়েছেন দাদী ইদা আয়ু নিয়োমন রাই শ্রিম্বেন। সিএনএন

[৩] সুকমাবতীর আইনজীবী জানান, সুকমাবতীর হিন্দুত্বের বিষয়ে বিশাল জ্ঞান রয়েছে এবং হিন্দু ধর্মের আচার-আচরণ সম্পর্কেও জানেন।

[৪]এর আগেও ২০১৮ সালে সুকমাবতীর বিরুদ্ধে উঠেছিল ইসলাম অবমাননার অভিযোগ। বোরখা নিয়ে মন্তব্য করায় সুকমাবতীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করে দেশটির ওলামাদের বিভিন্ন সংগঠন। ওই ঘটনার পর সংবাদ সম্মেলনে ক্ষমা চান সুকমাবতী। সম্পাদনা: সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়