রাশিদুল ইসলাম : [২] শনিবার চীনের আইনসভায় এই সংক্রান্ত একটি বিশেষ আইনের স্বীকৃতি দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় সুরক্ষা বাড়াতে চীন এধরনের আইন করছে। দি ওয়াল
[৩] সীমান্তের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দিয়ে নতুন আইন অনুযায়ী চীনের পিপলস লিবারেশন আর্মি সীমান্তে থাকা মানুষের ওপর নজরদারি চালাবে। প্রতিরক্ষার কাজে এই সীমান্তবর্তী এলাকার মানুষ অংশগ্রহণ করবে।
[৪] আগামী বছর এই আইনটি কার্যকর হবে।
[৫] নতুন আইনে বলা হয়েছে, রাষ্ট্র আঞ্চলিক অখণ্ডতা এবং স্থল সীমানা রক্ষা করার জন্য যাবতীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি আঞ্চলিক সার্বভৌমত্ব এবং স্থল সীমানাকে ক্ষণ্ন করে এমন যেকোনো কাজ থেকে রক্ষা করবে।
[৬] সীমান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলোচনার মাধ্যমে প্রতিবেশী দেশগুলির সঙ্গে মধ্যস্থতা করবে চীন।