শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যা কিছুই হোক টিমের পাশেই আছি: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: হতাশা দিয়ে সুপার টুয়েলভ শুরু করেছে বাংলাদেশ। বোলিং নির্বাচনে দুর্বলতা ও ক্যাচ মিসের খেসারত হিসেবে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা। লাল-সবুজদের ১৭১ রান লঙ্কানরা টপকে যায় ৭ বল হাতে রেখে।

ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ। বাংলাদেশ।

ক্যাচ মিস তো ম্যাচ মিস- ক্রিকেটের বহুল প্রচলিত এ প্রবাদটির সার্থক বাস্তবায়ন দেখলো বাংলাদেশ। বোলার ব্যবহারে অধিনায়কের ভুলও পরাজয়কে ত্বরান্বিত করেছে টাইগারদের। অথচ টস হেরেও ব্যাটিংয়ে বেশ আশা জাগিয়েছিল বাংলাদেশ। পাওয়ার প্লে’র মধ্যেই, উদ্বোধনী জুটিতে ৪০ রান তুলে নেয় টাইগাররা।

লিটন ও সাকিবের বিদায়েও থেমে যায়নি রানের চাকা। নাঈম শেখ ও মুশফিকের উইলো, শাসন করেছে লঙ্কান বোলারদের। দুজনের অর্ধশতে ৪ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

সেই পুঁজিকে আরও ফাপিয়ে তোলেন নাসুম আহমেদ। প্রথম ওভারেই কুশল পেরেরাকে ফিরিয়ে দেন, এ তরুণ টাইগার। দ্বিতীয় উইকেটে পাল্টা হামলা শুরু করেন, পাথুম নিশাঙ্কা ও চারিত আসালঙ্কা। ৬৯ রানের জুটিকে থামান সাকিব আল হাসান। নিশাঙ্কার পর শূণ্যতে আবিস্কা ফার্নান্দোকেও শিকার করেন, টাইগার অলরাউন্ডার। সর্বোচ্চ উইকেটের তালিকায় টপকে যান আফ্রিদিকে।

৭৯ রানে চার উইকেট হারিয়ে যখন চাপে শ্রীলঙ্কা, তখনই তাদের আত্মবিশ্বাস যোগান লিটন দাস। দুটি সহজ ক্যাচ ফেলে দিয়ে, ম্যাচকে ফসকে দেন তিনি।

মুস্তাফিজ, সাকিব, নাসুমদের রেখে আফিফ বা নিজের হাতে বল তুলে নেওয়ার যুক্তি, শুধু মাহমুদুল্লাই দিতে পারবেন। টাইগারদের কৌশলে ভুল হলেও, সুযোগের সদ্ব্যবহারে ভুল করেনি আসালঙ্কা ও ভানুকা রাজাপাকসে। পঞ্চম উইকেটে ৮৬ রানের জুটিতে ছিনিয়ে নেন টাইগারদের হাতের জয়কে।

এই ম্যাচের পর নিজ ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি বলেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে। দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়