শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যা কিছুই হোক টিমের পাশেই আছি: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: হতাশা দিয়ে সুপার টুয়েলভ শুরু করেছে বাংলাদেশ। বোলিং নির্বাচনে দুর্বলতা ও ক্যাচ মিসের খেসারত হিসেবে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরেছে টাইগাররা। লাল-সবুজদের ১৭১ রান লঙ্কানরা টপকে যায় ৭ বল হাতে রেখে।

ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ। বাংলাদেশ।

ক্যাচ মিস তো ম্যাচ মিস- ক্রিকেটের বহুল প্রচলিত এ প্রবাদটির সার্থক বাস্তবায়ন দেখলো বাংলাদেশ। বোলার ব্যবহারে অধিনায়কের ভুলও পরাজয়কে ত্বরান্বিত করেছে টাইগারদের। অথচ টস হেরেও ব্যাটিংয়ে বেশ আশা জাগিয়েছিল বাংলাদেশ। পাওয়ার প্লে’র মধ্যেই, উদ্বোধনী জুটিতে ৪০ রান তুলে নেয় টাইগাররা।

লিটন ও সাকিবের বিদায়েও থেমে যায়নি রানের চাকা। নাঈম শেখ ও মুশফিকের উইলো, শাসন করেছে লঙ্কান বোলারদের। দুজনের অর্ধশতে ৪ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

সেই পুঁজিকে আরও ফাপিয়ে তোলেন নাসুম আহমেদ। প্রথম ওভারেই কুশল পেরেরাকে ফিরিয়ে দেন, এ তরুণ টাইগার। দ্বিতীয় উইকেটে পাল্টা হামলা শুরু করেন, পাথুম নিশাঙ্কা ও চারিত আসালঙ্কা। ৬৯ রানের জুটিকে থামান সাকিব আল হাসান। নিশাঙ্কার পর শূণ্যতে আবিস্কা ফার্নান্দোকেও শিকার করেন, টাইগার অলরাউন্ডার। সর্বোচ্চ উইকেটের তালিকায় টপকে যান আফ্রিদিকে।

৭৯ রানে চার উইকেট হারিয়ে যখন চাপে শ্রীলঙ্কা, তখনই তাদের আত্মবিশ্বাস যোগান লিটন দাস। দুটি সহজ ক্যাচ ফেলে দিয়ে, ম্যাচকে ফসকে দেন তিনি।

মুস্তাফিজ, সাকিব, নাসুমদের রেখে আফিফ বা নিজের হাতে বল তুলে নেওয়ার যুক্তি, শুধু মাহমুদুল্লাই দিতে পারবেন। টাইগারদের কৌশলে ভুল হলেও, সুযোগের সদ্ব্যবহারে ভুল করেনি আসালঙ্কা ও ভানুকা রাজাপাকসে। পঞ্চম উইকেটে ৮৬ রানের জুটিতে ছিনিয়ে নেন টাইগারদের হাতের জয়কে।

এই ম্যাচের পর নিজ ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি বলেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে। দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়