রেজা ঘটক, ফেসবুক থেকে: স্বাধীনতার পর বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো সরকার এসেছে, তাদের সবার প্রধান প্রধান লক্ষ্যগুলো মোটামুটি একইরকম। যেমন-
১. ক্ষমতা পাকাপোক্ত করা
২. মুখে গণতন্ত্র কাজে সামন্ততন্ত্র
৩. অথর্ব নতুন প্রজন্ম তৈরি করার কৌশল গ্রহণ
৪. গণহারে দুর্নীতি করা
৫. ক্ষমতা প্রদর্শন ও শাসন করা
৬. লুটপাট, চুরিচামারি, কালোবাজারি ও বিদেশে অর্থপাচার করা
৭. নিজস্ব ঐতিহ্য ও কৃষ্টিকে ধ্বংস করে বিদেশি সংস্কৃতি লালন-পালন করা
৮. পুলিশকে নিজেদের ক্ষমতার স্বার্থে ব্যবহার করা
৯. প্রসাশনের কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের দলীয় ভৃত্যে পরিণত করা
১০. বিচার ব্যবস্থাকে দলীয় স্বার্থে ব্যবহার করা
১১. জনসাধারণের সাথে দূরত্ব তৈরি করা...ইত্যাদি
বন্ধুরা এবার আপনারা বলেন, আর কী কী কর্মকাণ্ড সরকারগুলোর কমোন বৈশিষ্ট্য!