রাহুল রাজ :[২] প্রথম বল ডট দিয়ে শুরু করে নাসুম। দুটো সিঙ্গেল নিয়ে প্রেসার রিলিজ করতে চেষ্টা করলেও তৃতীয় বলে নাসুম কুশাল পেরেরাকে সরাসরি বোল্ড করে বাংলাদেশকে এগিয়ে নেয়। ওভার প্রতি ৮.৬০ তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাকফুটে লঙ্কানেরা।
[৩] টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নাঈম ৫২ বলে ৬২ ও ৩৭ বলে ৫৭ রানের ভর করে লক্ষ্য সামনে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছে। লিটন ও নাঈম ৪০ রানের জুটিতে বাংলাদেশের ভিত গড়ে দেয়। লিটন ১৬ সাকিব ১০ আফিফ ৭ রানে ফিরে গেলেও হারানো ফর্ম খুঁজে পেয়েছেন রহিম।
[৩]চামাকা, ফারনান্দ ও কুমারা ১ টি করে উইকেট তুলে নিয়েছেন।