ফাহমিদুল কবীর:[২] ঘুরতে ভালোবাসতেন তিনি। নিজের ২৫তম জন্মদিনেও তাই বেড়িয়ে পড়েছিলেন ঘুরতে। ইয়ন
[৩] শনিবার পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর একটি রেস্টুরেন্টে দুই দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে দুজন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী অঞ্জলী রায়ত। তিনি নিজের জন্মদিন উদযাপন করতে মেক্সিকোতে গিয়েছিলেন।
[৪] ২২ অক্টোবর অঞ্জলীর জন্মদিন ছিল। এ উপলক্ষে গত সোমবার তিনি তুলুম শহরে পৌঁছান। ইনস্টাগ্রামে নিজেকে একজন ট্রাভেল ব্লগার হিসেবে পরিচয় দিয়েছেন তিনি। অঞ্জলীর আদি বাড়ি ভারতের হিমাচলে। পেশায় প্রকৌশলী অঞ্জলী ক্যালিফোর্নিয়ার স্যান জোসেতে থাকতেন।
[৫] স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে অঞ্জলী এবং আরও চারজন বিদেশি পর্যটক লা ম্যালকেরিডা রেস্টুরেন্টে ডিনার করতে যান। এ সময় পাশের টেবিলে স্থানীয় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। গুলির মাঝে পড়ে অঞ্জলী ও আরেক জার্মান নারী পর্যটক নিহত হন।